চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন

ঢাকা প্রেস নিউজ
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নতুন মেয়র হিসেবে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন শপথ গ্রহণ করেছেন।
রোববার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
শপথ গ্রহণের পর ডা. শাহাদাত হোসেন জানান, আইনি লড়াই জিতে এই দায়িত্ব পেয়েছেন। তিনি চট্টগ্রাম সিটির অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাটের সমস্যা ও জলাবদ্ধতা দূর করার ওপর গুরুত্বারোপ করেন।
২০২১ সালে অনুষ্ঠিত চসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম বিজয়ী হলেও, নির্বাচনী অনিয়মের অভিযোগে বিএনপির ডা. শাহাদাত হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। চলতি বছরের আগস্টে দেশব্যাপী আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর ট্রাইব্যুনাল ডা. শাহাদাতকে বিজয়ী ঘোষণা করে।
চট্টগ্রাম, বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ইঞ্জিন। নতুন মেয়রের সামনে চট্টগ্রাম সিটির উন্নয়ন, জলাবদ্ধতা সমস্যা সমাধান, নাগরিক সুবিধা বাড়ানোসহ বহু চ্যালেঞ্জ রয়েছে। জনগণের প্রত্যাশা, নতুন মেয়র এই চ্যালেঞ্জ মোকাবেলা করে চট্টগ্রামকে আরও উন্নত করতে সক্ষম হবেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র হিসেবে ডা. শাহাদাত হোসেনের শপথ গ্রহণ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আগামী দিনে তিনি কীভাবে চট্টগ্রাম সিটিকে পরিচালনা করবেন, তা দেখার বিষয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫