|
প্রিন্টের সময়কালঃ ১৪ আগu ২০২৫ ০৮:২৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ আগu ২০২৫ ০৭:৪১ অপরাহ্ণ

চিলমারীতে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা, ভোগান্তিতে হাজার হাজার পথচারী ও শিক্ষার্থীরা।


চিলমারীতে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা, ভোগান্তিতে হাজার হাজার পথচারী ও শিক্ষার্থীরা।


হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-



কুড়িগ্রামের চিলমারীতে গেলো রাত থেকে বৃষ্টি ও অপর্যাপ্ত ড্রেন ব্যবস্থারের কারণে, বিভিন্ন এলাকার রাস্তায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। রাস্তা গুলোতে হাঁটুসমান পানি জমে থাকার কারণে, চরম দুর্ভোগে পড়েছেন ঐ রাস্তার পথচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।সকাল থেকে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ভিজে ও ময়লা পানি পাড় হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকরী পদক্ষেপ নিয়ে এই রাস্তায় সমস্যা গুলো স্থায়ী সমাধান করতে হবে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি সময়েও জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেয়া হয়েছিল। উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজপাড়া এলাকায় সামান্য বৃষ্টি হলেই দেখা যায় এই জলাবদ্ধতা। অথচ সেখানে আছে ড্রেনের ব্যবস্থা। তবে, দীর্ঘদিন ড্রেনের ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে, ড্রেনের বিভিন্ন ময়লা পানি রাস্তায় নেমে আসে। এই সমস্যা শুধু এখন নয়, বৃষ্টি হলেই যেন প্রতি বছরই এমন দৃশ্য চোখে পড়ে৷ স্থানীয়রা জানান, প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই, এমন দৃশ্য দেখা যায়। তারপরেও এই রাস্তার স্থায়ী সমাধানের জন্য কোন কার্যকরী উদ্যোগ নিতে দেখা যায় না। ড্রেনের উন্নত ব্যবস্থা করা ও রাস্তা সংস্কারের জন্য দাবী জানিয়েছেন স্থানীয় পথচারীরা। সরেজমিনে দেখাযায়, সবুজপাড়া সড়কে মন্দিরের সামন হতে থানাহাট বাজার যাওয়ার পথে বেশ কিছু দূর অংশে, বৃষ্টির পানিতে ডুবে আছে। এতে করে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়াও ঐ রাস্তায় বিভিন্ন স্থানে ভেঙ্গেও গেছে। এ সময় কয়েকজন পথচারী ও শিক্ষার্থীরা বলেন, স্কুল কলেজ, হাট বাজার, হাসপাতাল, ব্যাংক, সকল ধরনের পথচারীদের কে এই পথে যাওয়া আসা করতে হয়। কিন্তু সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি পানিতে ডুবে থাকেন এবং তা দীর্ঘ সময় পর্যন্ত স্থায়ী থাকে বলে জানান তারা৷ যার কারণে চলাচলে জন্য অনেক সমস্যা হয়ে থাকে। আবার অনেকেই পাশে থেকে বলছেন, সাংবাদিকরা অনেক বার এসেছেন ছবি ও তুলেছেন কিন্তু কোন কাজ হয়নি। এ বিষয়ে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, ইতিপূর্বে জলাবদ্ধতা নিরসনের জন্য ব্যবস্থা নেয়া হয়েছিল। এরপর ও আবার ও সরেজমিনে গিয়ে দেখে শুনে ব্যবস্থা  গ্রহণ করা হবে বলে জানান তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫