|
প্রিন্টের সময়কালঃ ১৮ অক্টোবর ২০২৫ ০৪:৩৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ অক্টোবর ২০২৪ ০১:৩৪ অপরাহ্ণ

মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার, উত্তেজনা ছড়িয়ে পড়ে


মহানবি (সা.)-কে নিয়ে  কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার, উত্তেজনা ছড়িয়ে পড়ে


ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-


চট্টগ্রামের পটিয়া উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি করার অভিযোগে পার্থ বিশ্বাস পিন্টু (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর পটিয়া থানা প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে।


 


 

স্থানীয় সূত্রে জানা যায়, পার্থ বিশ্বাস পিন্টু সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম ও নবী (সা.)কে অবমাননা করে কটূক্তিমূলক পোস্ট করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা পুলিশের কাছে অভিযোগ করেন। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
 

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়া মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা এবং স্থানীয় জনতা থানা ঘেরাও করে। তারা আসামিকে ছিনিয়ে নিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কও অবরোধ করা হয়।
 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫