|
প্রিন্টের সময়কালঃ ১৮ অক্টোবর ২০২৫ ০৩:৫২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ অক্টোবর ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ণ

যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্তকে জনতার কবল থেকে উদ্ধার, পরিস্থিতি শান্ত


যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্তকে জনতার কবল থেকে উদ্ধার, পরিস্থিতি শান্ত


সুরুজ আলী,নাটোর প্রতিবেদক:-
 

 

নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া এলাকায় যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে স্থানীয় জনতা। জনতার রোষানল থেকে অভিযুক্তকে উদ্ধার করতে গেলে পুলিশ প্রাথমিকভাবে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিযুক্তকে উদ্ধার করা সম্ভব হয়।
 

স্থানীয় সূত্রে জানা যায়, মো: আলতাব হোসেন (২৬), পিতা: মৃত বিল্লাল মোল্লা, নামে এক ব্যক্তি ১০ বছর বয়সী এক শিশু, লামিয়া আক্তার (১০), পিতা: মো: জামিরুল ইসলাম, কে যৌন নির্যাতনের চেষ্টা করেন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা আলতাব হোসেনকে আটক করেন এবং উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিতে উদ্যত হয়।
 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার কারণে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিতে ব্যর্থ হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকলে, লালপুর সেনা ক্যাম্পের একটি টহল দল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে পৌঁছান।
 

সেনাবাহিনীর সহায়তায় অভিযুক্তকে জনতার হাত থেকে নিরাপদে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই হস্তক্ষেপে আরও বড় ধরনের সহিংসতা এড়ানো সম্ভব হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
 

পুলিশ বর্তমানে অভিযুক্ত আলতাব হোসেনকে হেফাজতে নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে। এদিকে, নির্যাতনের শিকার শিশুটিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 

বর্তমানে লালপুর বিলমারিয়া এলাকার পরিস্থিতি শান্ত এবং আইন-শৃঙ্খলা বজায় রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫