সরিষা আবাদে আগ্রহ কুড়িগ্রামের কৃষকের, উৎপাদন হবে তেলবীজ 

প্রকাশকালঃ ৩১ ডিসেম্বর ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ ০ বার পঠিত
সরিষা আবাদে আগ্রহ কুড়িগ্রামের কৃষকের, উৎপাদন হবে তেলবীজ 

ঢাকা প্রেস

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের চরাঞ্চলে ব্যাপক পরিসরে সরিষা আবাদ হয়েছে। বন্যার পর বোরো চাষের আগে কম খরচে এ তেলবীজ উৎপাদন করছেন তারা। তবে সরকারি প্রণোদনাসহ উন্নত বীজ ও প্রযুক্তির মাধ্যমে সরিষার আবাদ বৃদ্ধি করা গেলে আরও বেশি লাভবান হওয়া যাবে বলছেন কৃষকরা।

 

 

কুড়িগ্রামের সাড়ে ৪ শতাধিক চরের বেশিরভাগ জমিতে এখন আবাদ হচ্ছে সরিষা। বন্যার পর বোরো চাষের আগে কম খরচে এ তেলবীজ উৎপাদন করছেন তারা। তবে সরকারি প্রণোদনাসহ উন্নত বীজ ও প্রযুক্তির মাধ্যমে সরিষার আবাদ বৃদ্ধি করা গেলে আরও বেশি লাভ হতো জানান কৃষক।

 

 

তারা বলেন, আশ্বিন-কার্তিক মাসে সরিষা বপন করা হয়। কম খরচে বেশি লাভ হওয়ায় সরিষা আবাদে আগ্রহ বাড়ছে। সরকারি প্রণোদনাসহ উন্নত বীজ ও প্রযুক্তি সুবিধা পেলে ফলন আরও বাড়ানো সম্ভব।

 


আর কৃষি বিভাগ বলছে, এ বছর দেরিতে বৃষ্টি ও বন্যা হওয়ায় চরাঞ্চলগুলোতে সরিষার আবাদ বিলম্বিত হয়। এতে লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ কিছুটা কম হলেও আলুসহ অন্যান্য ফসলের চাষ বৃদ্ধি পাবে।
 
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃষ্টি ও বন্যাতে সরিষা চাষ বিলম্বিত হয়েছে। তবে আলুসহ অন্যান্য ফসলের চাষ বৃদ্ধির মাধ্যমে এ ক্ষতি পুষিয়ে নেয়া যাবে।
 
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে কুড়িগ্রামে ২৮ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ২৫ হাজার ৬৩৫ হেক্টর জমিতে।