|
প্রিন্টের সময়কালঃ ২৪ জানুয়ারি ২০২৫ ০৬:৪৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ জানুয়ারি ২০২৫ ০৩:২৪ অপরাহ্ণ

টেকনাফে মানবপাচারকারীর চক্রের তিন সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১৯ রোহিঙ্গা


টেকনাফে মানবপাচারকারীর চক্রের তিন সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১৯ রোহিঙ্গা


ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-


 

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১২টি শিশুসহ ১৯ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।
 

মঙ্গলবার (২১ জানুয়ারি) এ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী এবং ১২টি শিশু রয়েছে।
 

গ্রেপ্তারকৃতরা হলেন- জাফর আলম (৩০), মুজিব উল্লাহ (৩২) এবং হামিদ উল্লাহ (৩২)। তারা সবাই কক্সবাজার জেলার পূর্ব কচ্ছপিয়া এলাকার বাসিন্দা।
 

কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়, যেখানে মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ১৯ রোহিঙ্গাকে, যাদের মধ্যে ১২টি শিশু রয়েছে।
 

এ ঘটনায় টেকনাফ থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার আরও বলেন, মানবপাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫