পুলিশ পরিচয়ে ছিনতাই: অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক
ঢাকা প্রেস নিউজ
কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং একটি চাকু উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়াখালি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুজনের মধ্যে একজন হলেন দৌলতপুরের বাহিরমাদী এলাকার রজব সরকার, যিনি মথুরাপুর পিপলস ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। অন্যজন তার সহযোগী, একই এলাকার দুর্জয়।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, ছাগলের ব্যবসায়ী পাবনার কাশীনাথপুর এলাকার জহুরুল এবং ঈশ্বরদীর শেখ পাড়ার মিন্টু ভেড়ামারায় আসছিলেন। এ সময় হাওয়াখালি এলাকায় রজব সরকার ও দুর্জয় পুলিশের পরিচয় দিয়ে তাদের পথরোধ করেন। পরে তারা ওই ব্যবসায়ীদের অবৈধ মালামাল থাকার অভিযোগে মারধর করে ছিনতাইয়ের চেষ্টা চালান। স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশ খবর পায় এবং ঘটনাস্থলে গিয়ে রজব ও দুর্জয়কে গ্রেফতার করে।
এ সময় রজবের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, এবং দুর্জয়ের কাছ থেকে একটি চাকু।
ভুক্তভোগী জহুরুল জানান, "হাওয়াখালি এলাকায় দুজন পুলিশ পরিচয় দিয়ে আমাদের থামাতে বলে। তারা আমাদের পকেট চেক করতে থাকে। আমরা চিৎকার দিলে স্থানীয়রা এসে তাদের বেঁধে রাখে এবং আমরা পালিয়ে যাই।"
ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম জানিয়েছেন, "বিদেশি অস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫