ট্রাম্প প্রশাসনের সঙ্গে পরামর্শ করেই গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক:-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে পরামর্শ করেই গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এই তথ্য ফক্স নিউজের ‘হ্যানিটি’ শোতে প্রকাশ করেছেন হোয়াইট হাউসের এক মুখপাত্র। রয়টার্সের এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, হামলার আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করেছে।
এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রথম ধাপ ইতোমধ্যেই শেষ হয়েছে এবং দ্বিতীয় ধাপ কার্যকরের বিষয়ে আলোচনা চলছে। তবে এর মধ্যেই ইসরায়েলের এমন ভয়াবহ হামলা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে হামাস। সংগঠনটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করেছে। হোয়াইট হাউসের বিবৃতি থেকে স্পষ্ট যে, ইসরায়েলের হামলার পেছনে ট্রাম্প প্রশাসনের সমর্থন রয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়েছেন যে, হামাস, হুথি এবং ইরান শুধু ইসরায়েলকেই নয়, বরং যুক্তরাষ্ট্রকেও সন্ত্রাসের শিকার করতে চায়। তাই তাদের অবশ্যই এর মূল্য দিতে হবে। তাদের শক্তি ধ্বংস করা হবে। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হামাসকে গাজায় আটক সকল জিম্মিকে মুক্তি দিতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মঙ্গলবার সকালে বিবিসির অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, উপত্যকার একাধিক স্থানে ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালিয়েছে। এতে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। এই হামলা ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের সুস্পষ্ট উদাহরণ বলে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, যতক্ষণ প্রয়োজন ততক্ষণই হামলা চলবে। গাজার উত্তরাঞ্চল, গাজা সিটি, দেইর আল বালাহ, খান ইউনিস এবং রাফাসহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫