গাজীপুরের চলন্ত ট্রেন থেকে পড়ে যুবক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটি রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী ট্রেনটি হাইটেক সিটি রেলস্টেশন অতিক্রম করার সময় ওই যুবক সিগন্যাল লাইটের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেন থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “আমরা মরদেহ উদ্ধার করেছি। আইনগত প্রক্রিয়া চলছে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫