ইসির প্রাথমিক যাচাইয়ে নিবন্ধনের যোগ্যতা পায়নি এনসিপি

নিবন্ধনের জন্য আবেদনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দলটি নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। মূলত ২৫টি উপজেলা বা থানায় প্রয়োজনীয় সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত করতে না পারা এবং দাখিল করা কাগজপত্রে একাধিক ত্রুটি ও ঘাটতির কারণেই নিবন্ধনের যোগ্য বিবেচিত হয়নি দলটি।
শনিবার (১৯ জুলাই) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পাঠানো এক অফিসিয়াল চিঠিতে এসব তথ্য জানায় নির্বাচন কমিশন।
চিঠিতে উল্লেখ করা হয়, দলটির জমা দেওয়া আবেদনপত্রে সাংগঠনিক কাঠামো, সদস্য তালিকা, আর্থিক বিবরণী এবং গঠনতন্ত্র–সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ঘাটতি রয়েছে। বিশেষ করে দলীয় কার্যালয়ের সুনির্দিষ্ট তথ্যসংবলিত তালিকা জমা দেওয়া হয়নি। ঢাকাসহ একাধিক জেলায় ভাড়া চুক্তিপত্রে দলীয় নাম নেই। কিশোরগঞ্জের ইটনা ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা কার্যালয়ের নথিপত্রে দলীয় নাম কিংবা ঠিকানাও অনুপস্থিত।
এ ছাড়া, দলের তহবিলের পরিমাণ নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। উৎসের বিবরণ দেওয়া হলেও মোট তহবিল কত—সে বিষয়ে কোনো তথ্য নেই। এমনকি দলীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকের সিদ্ধান্তপত্রেও শেষ পাতায় কোনো স্বাক্ষর পাওয়া যায়নি।
নির্বাচন কমিশন আরও জানায়, দলটির গঠনতন্ত্রে প্রার্থী মনোনয়ন বিষয়ে অস্পষ্টতা রয়েছে। কেন্দ্রীয় সংসদীয় বোর্ড কীভাবে প্রার্থী নির্বাচন করবে, সেই নির্দেশনা নেই। তৃণমূল থেকে প্রস্তাবিত প্যানেলের ভিত্তিতে মনোনয়ন চূড়ান্ত করারও কোনো নির্ধারিত প্রক্রিয়া গঠনতন্ত্রে উল্লেখ করা হয়নি।
সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, দলটির পক্ষ থেকে এমন কোনো প্রত্যয়নপত্র দেওয়া হয়নি, যেখানে উল্লেখ থাকবে যে— এনসিপির কোনো কার্যক্রম সংবিধানবিরোধী নয় এবং দলটির কোনো সদস্য ‘কোলাবোরেটর (স্পেশাল ট্রাইব্যুনাল) অর্ডার ১৯৭২’ ও ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট ১৯৭২’-এর আওতায় দণ্ডপ্রাপ্ত নন।
সবকিছু মিলিয়ে, নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে এনসিপির নিবন্ধন আবেদনটি গ্রহণযোগ্য বিবেচিত হয়নি। চিঠিতে দলটিকে আগামী ৩ আগস্টের মধ্যে সব ঘাটতি সংশোধন করে প্রয়োজনীয় দলিলসহ পূর্ণাঙ্গ আবেদন পুনরায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫