|
প্রিন্টের সময়কালঃ ২৩ জানুয়ারি ২০২৬ ০৬:১৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ জানুয়ারি ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে জমকালো আয়োজনে পালিত হচ্ছে সরস্বতী পূজা


খাগড়াছড়িতে জমকালো আয়োজনে পালিত হচ্ছে সরস্বতী পূজা


ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বিদ্যা, জ্ঞান ও শিল্পকলার দেবী মা সরস্বতীর পূজা। সরস্বতী পূজা উপলক্ষে শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই খাগড়াছড়ি জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপ, স্কুল ও কলেজে বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল থেকে জেলার বিভিন্ন মণ্ডপে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। ঢাক, ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপগুলো। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা বিদ্যাদেবীর অঞ্জলি গ্রহণ করে বিদ্যা ও শুভবুদ্ধির কামনা করেন।

সরস্বতী পূজা উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ, কেন্দ্রীয় লক্ষ্মী-নারায়ণ মন্দির, শান্তিনগর গীতা আশ্রম মন্দির, আনন্দনগর ভুবনেশ্বরী মন্দিরসহ জেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।

খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী অনিরুদ্ধ চৌধুরী বলেন, সকালে পরিপাটি হয়ে মায়ের অঞ্জলি নিতে মন্দিরে এসেছি। মায়ের কাছে প্রার্থনা করেছি যেন তিনি আমাকে বিদ্যা দান করেন এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারি।

নার্সিং শিক্ষার্থী তৃষা ত্রিপুরা বলেন, প্রতি বছরের মতো এবারও সরস্বতী পূজায় অংশ নিতে এসেছি। দেবীর কাছে কামনা করেছি, তিনি যেন আমাদের বিদ্যা-বুদ্ধিতে সমৃদ্ধ করেন এবং মনের আশা পূরণ করেন।

সরস্বতী পূজাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬