|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৫০ অপরাহ্ণ

অভিনেত্রী আনোয়ারার হাত থেকে সেরার পুরস্কার পেলেন রবিন রাফান


অভিনেত্রী আনোয়ারার হাত থেকে সেরার পুরস্কার পেলেন রবিন রাফান


বিনোদন ডেস্ক:-

 

ডিজিটাল কন্টেন্ট নির্মাণে বিশেষ খ্যাতি অর্জন করা রবিন রাফান, ভার্চুয়াল দুনিয়ায় তাঁর প্রভাব প্রতিষ্ঠা করেছেন। ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিংকডিন, এবং টুইটারে নিয়মিতভাবে সক্রিয় থেকে তিনি নিজের উদ্ভাবনী কন্টেন্ট এবং দক্ষ অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। এর পাশাপাশি, মিউজিকের জগতেও কাজ করছেন তিনি।
 

এবার, তাঁর সৃষ্টিশীলতার জন্য পুরস্কৃত হয়েছেন রবিন রাফান। বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির (বাবিসাস) ২৪তম বার্ষিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সেরা কন্টেন্ট ক্রিয়েটরের পুরস্কার লাভ করেন তিনি। কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
 

২০২৩-২০২৪ সালের কনটেন্টের উপর ভিত্তি করে এ পুরস্কার দেওয়া হয়।
 

রবিন রাফানের আসল নাম ওবায়দুর রহমান। তিনি তাঁর ছেলের নাম রাফানের সঙ্গে নিজের ডাকনাম রবিন মিলিয়ে চ্যানেলের নাম দিয়েছেন ‘রবিন রাফান’। কিশোরগঞ্জ জেলার বাসিন্দা এই তরুণের প্রধান পেশা হলো ফ্রিল্যান্সিং। ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট বিষয়ে তাঁর ব্যাপক জ্ঞান রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫