|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ জুন ২০২৪ ০২:১২ অপরাহ্ণ

নওগাঁয় অংশীজনদের অবহিতকরণ সভা


নওগাঁয় অংশীজনদের অবহিতকরণ সভা


ঢাকা প্রেস
শহিদুল ইসলাম,নওগাঁয় প্রতিনিধিঃ

 

নওগাঁয় অপরাজিতা প্রকল্পের ফলাফল সম্পর্কে স্থানীয়  অংশীজনদের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 বুধবার (১২জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের তত্ত্বাবধানে খান ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন অপরাজিতা প্রকল্পের “ফলাফল সম্পর্কে স্থানীয় অংশীজনদের অবহিতকরন সভা” অনুষ্ঠিত হয়।

 

জেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি মোছা: রাহেলা চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল করিম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি পারভীন আক্তার।

 

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুনীর আলী আকন্দ, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মাহমুদ হাসান, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব মোঃ ইলিয়াস তুহিন রেজা, তিলকপুর ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, কির্ত্তীপুর ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক। এছাড়াও জেলার শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ প্রতিনিধি,  নওগাঁ সদর  বদলগাছি  ও রাণীনগর উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক” এর সভাপতি  ও সাধারণ সম্পদকসহ অভিজ্ঞ অপরাজিতাবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫