|
প্রিন্টের সময়কালঃ ০২ জুলাই ২০২৫ ০২:৫৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ নভেম্বর ২০২৪ ১০:১৪ পূর্বাহ্ণ

চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিযান


চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিযান


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টা (চাঁদপুর):-

 

চাঁদপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়া এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহার রোধে বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত টাস্কফোর্স কমিটির একটি ভ্রাম্যমাণ আদালত সোমবার (৪ নভেম্বর) শহরের ওয়ারলেস বাজারে অভিযান চালিয়েছে।
 

এই অভিযানে মূল্যতালিকা না থাকা, দাম বাড়ানো এবং নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়।
 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন জানান, ১ নভেম্বর থেকে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশনা অমান্য করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 

এছাড়া, আলু ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে শহরের মনোহরখাদী কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
 

অভিযানে জেলা প্রশাসন, বাণিজ্য মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর এবং অন্যান্য সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫