আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘আসনা’

কয়েক দিন আগে আরব সাগরের উত্তরাংশে গঠিত গভীর নিম্নচাপ এখন পরিণত হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে আছড়ে পড়বে বলে। ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ‘আসনা’ , যা পাকিস্তান রেখেছে। পাকিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধেও গুজরাটের পাশাপাশি ‘আসনা’ আঘাত হানবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
আইএমডির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে ‘আসনা’ গুজরাটের নালিয়া শহরের পশ্চিম উপকূল থেকে ২৫০ কিলোমিটার, পাকিস্তানের করাচির উপকূল থেকে ১৬০ কিলোমিটার এবং বেলুচিস্তানের পাসনি উপকূল থেকে ৩৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে ঘণ্টায় ১৪ কিলোমিটার গতিতে এগোচ্ছে।
গত বুধবার (২৮ আগস্ট) রাত থেকে ‘আসনা’র প্রভাবে গুজরাটের জামনগর, সুরাট, পোরবন্দর, মোরবি, স্বর্ণক, এবং কুচ জেলায় ভারী বর্ষণ শুরু হয়েছে। এসব জেলার অনেক এলাকায় অতিবৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কচ্ছ জেলায়। আইএমডির জ্যেষ্ঠ আবহাওয়াবিদ রামাশ্রয় যাদব বলেছেন, 'গত ২৪ ঘণ্টায় কচ্ছ জেলায় ৮৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় অন্তত ৫০ শতাংশ বেশি। এছাড়া সুরাট এবং কুচ জেলাতেও ভারী বর্ষণ হয়েছে।'
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫