|
প্রিন্টের সময়কালঃ ০২ জুলাই ২০২৫ ০১:৪৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জুলাই ২০২৫ ০১:২০ অপরাহ্ণ

ভোলাহাটে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবতে  এলাকাবাসীর মানববন্ধন!


ভোলাহাটে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবতে  এলাকাবাসীর মানববন্ধন!


মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাবেক উপজেলা  ভাইস চেয়ারম্যান(মহেলা) ও বিএনপি নেত্রী, চাঁপাইনবাবাগঞ্জ জেলা মহিলাদলের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহনাজ খাতুনকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী, নির্যাতন ও ষড়যন্ত্রমূলক ভাবে পুলিশ গ্রেফতার করার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবীতে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করে। ৩০ জুন ২০২৫ সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার  সন্ন্যাসীতলায় অবস্থিত ভোলাহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিতহয়।
 

মানববন্ধনে বক্তাগণ বলেন, উপজেলার সদর ইউনিয়নের চরধরমপুর গ্রামে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে নির্যাতনের এক পর্যায়ে স্ত্রী স্বামীর গায়ে গরম ডাল ঢেলে দেয়ায় উস্কানীদাতা বানিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে পুলিশ মহিলা ভাইস চেয়ারম্যান  শাহনাজ খাতুনকে গত শনিবার উপজেলার ছাইতনতলা হতে রাত প্রায় সাড়ে ৮সার দিকে গ্রেফতার করে। পরে তাঁকে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে শারীরিক নির্যাতন, হয়রানী ও ষড়যন্ত্রমূলক ভাবে জেল-হাজতে আটকিয়ে রাখে। 
 

পরেরদিন সোমবার স্থানীয় সাধারণ জনগণ তাদের প্রিয় নেত্রীর এহেন দশায়  পুলিশের হয়রানী ও নির্যাতনের বিরুদ্ধে উপজেলার সচেতনমহল, সাধারণ মানুষ পুলিশের এ ধরণের মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির জোর দাবী জানানো হয়। 
 

উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ খিজির হায়াত মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, বিএনপির মহিলানেত্রী মোসাঃ বিউটি বেগম পপি, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, জেলা ক্রীড়া সংসদের সহঃ সাধারণ সম্পাদক মোঃ আরাফাত রহমান কোকো, ছাত্রদল নেতা মোঃ আজিম, বিএনপি নেতা মোঃ আব্দুল বারী, মোঃ রওশন আলীসহ উপজেলা বিএনপি ও তার অংগ সংগঠনের নেতাকর্মী এবং  সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
 

ছবি ক্যাপশন॥ ভোলাহাটে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে পুলিশের হয়রানী, নির্যাতনের প্রতিবাদে নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধনের একাংশের ছবি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫