|
প্রিন্টের সময়কালঃ ০৬ মে ২০২৫ ০৭:১২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ আগu ২০২৩ ১২:০৬ অপরাহ্ণ

নারী বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া


নারী বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া


ক্যাটাালিনা উসমের একমাত্র গোলে জ্যামাইকাকে ১-০ ব্যবধানে  হারিয়ে নারী বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। প্রথমবারের মতো কোয়ার্টারে টিকিট পাওয়া দলটি শেষ চারের আসন নিশ্চিতে মুখোমুখি হবে ইউরোপীয় চ্যাম্পিয়ন ইংল্যান্ডের।

২০১৯ টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হওয়া দক্ষিণ আমেরিকান দলটি এবার শুরু থেকেই দারুণভাবে উজ্জীবিত ছিল। এরই ধারাবাহিকতায় স্বাগতিক অস্ট্রেলিয়া এবং বিশ্ব র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে থাকা জার্মানিকে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে কলম্বিয়া।


আজ মেলবোর্নের র‌্যাকটাঙ্গুলার স্টেডিয়ামেও নিজেদের সেই ফর্ম ধরে রেখে খেলেছে ২৫তম র‌্যাংকধারীরা। শারিরিকভাবে সামর্থ্যবান জ্যামাইকাকে এক মুহুর্তের জন্যও ছাড় দেয়নি তারা। টুর্নামেন্টে এখনো পর্যন্ত কোনো গোল হজম না করেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। কোচ নেলসন আবেদিয়ার অধীনস্থ কলম্বিয় নারীরা শুরু থেকেই ছিল আগ্রাসী।


তবে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধ পর্যন্ত। বিরতি থেকে ফেরার মাত্র ছয় মিনিট পর দলকে ব্রেক থ্রু এনে দেন বিপজ্জনক হয়ে উঠা উসমে। প্রতিপক্ষের রক্ষণকে বারবার তছনছ করে দেওয়া ওই তারকা ৫১ মিনিটে বক্সের ভেতর বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে এগিয়ে যায় কলম্বিয়া (১-০)।

এই জয়ে আগামী শনিবার সিডনিতে সেমিফাইনালে উঠার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকান দল কলম্বিয়া। দিনের অপর ম্যাচে মরক্কোকে ৪-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স।
 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫