|
প্রিন্টের সময়কালঃ ০৪ নভেম্বর ২০২৫ ০৬:৩৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ নভেম্বর ২০২৫ ০২:৫৩ অপরাহ্ণ

দুই মাস পর চবি শিক্ষার্থী মামুনের মাথায় বসলো খুলি


দুই মাস পর চবি শিক্ষার্থী মামুনের মাথায় বসলো খুলি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনের মাথার খুলি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। মামুনকে গুরুতর আহত করেছিল শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ। তিনি সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী।
 

শনিবার (১ নভেম্বর) নগরীর পার্কভিউ হাসপাতালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইসমাঈল হোসেন অস্ত্রোপচারের মাধ্যমে তার ফ্রিজে সংরক্ষিত খুলির অংশ প্রতিস্থাপন করেন। চিকিৎসকের বরাতে জানা গেছে, বর্তমানে মামুনের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি করছে।
 

এ ঘটনায় আহত আরও একজন শিক্ষার্থী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ইমতিয়াজ আহমেদও ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। তিনি বর্তমানে ফিজিওথেরাপি নিচ্ছেন। দুজনেই গত দুই মাস ধরে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
 

ঘটনাটি ঘটে ৩০ আগস্ট রাতে, বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটক এলাকায় এক ছাত্রীকে মারধরের অভিযোগের প্রেক্ষিতে। এই ঘটনায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ দুই দিন ধরে চলতে থাকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে চার শতাধিক শিক্ষার্থী আহত হন। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে মামুন ও ইমতিয়াজ মাথায় গুরুতর জখম হন। রাতেই তাদের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয় এবং অস্ত্রোপচারের পর লাইফ সাপোর্টে নেওয়া হয়। দুই সপ্তাহ আইসিইউতে থাকার পর ১৬ সেপ্টেম্বর ইমতিয়াজকে কেবিনে স্থানান্তর করা হয়।
 

মামুনকে ১ সেপ্টেম্বর কেবিনে স্থানান্তর করার সময় তার মাথার খুলির একটি অংশ ফ্রিজে সংরক্ষণ করা হয়। সেই সময় তাকে সতর্ক করে বলা হয়, ‘মাথায় হাড় নেই, চাপ দিবেন না’।
 

চিকিৎসক মো. ইসমাঈল হোসেন জানিয়েছেন, গত শনিবার মামুনের মাথায় খুলি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন, শারীরিক অবস্থা ভালো, এবং দু-এক দিনের মধ্যে ছাড়পত্র পাওয়া সম্ভাবনা রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫