|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৭:২৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ এপ্রিল ২০২৫ ০৭:৫৩ অপরাহ্ণ

শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের এনআইডি স্থগিত, ভোটাধিকার বহাল


শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের এনআইডি স্থগিত, ভোটাধিকার বহাল


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক বা স্থগিত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের অধীনে গত ১৬ ফেব্রুয়ারি এই সিদ্ধান্ত কার্যকর হলেও বিষয়টি প্রকাশ পায় সোমবার (তারিখ উল্লেখযোগ্য)।
 

এনআইডি স্থগিত হওয়ায় সংশ্লিষ্টরা এখন আর তাদের পরিচয়পত্র ব্যবহার বা যাচাই করতে পারবেন না। তবে এনআইডি লক থাকলেও ভোট প্রদান ও নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 

স্থগিত হওয়া ব্যক্তিদের মধ্যে শেখ হাসিনা ছাড়াও রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সিদ্দিক, ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক, নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক এবং তাদের মেয়ে বুশরা সিদ্দিক।
 

ইসি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে প্রায় দুই মাস আগে এসব এনআইডি লক করা হয়। বর্তমানে তিনি এনআইডি সংক্রান্ত সফরে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।
 

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে গত ১১ মার্চ ঢাকার একটি আদালত শেখ হাসিনা, তার পরিবার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং আওয়ামী লীগের নামে ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫