সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে ফের সড়ক অবরোধ
ঢাকা প্রেস নিউজ
রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে ফের সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা। সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়ে তারা শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সড়কে অবস্থান নেন। এতে আগারগাঁও থেকে শিশুমেলা লিংক রোড পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, পঙ্গু হাসপাতাল, নিউ সায়েন্স ও চক্ষু বিজ্ঞান হাসপাতালসহ আশপাশের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক আহত ব্যক্তি সড়কে নেমে বিক্ষোভ করেন। কেউ শুয়ে, কেউ স্ট্রেচারে ভর করে, আবার কেউ দাঁড়িয়ে নানা রকম স্লোগান দেন। তারা "দালালি না বিপ্লব, বিপ্লব বিপ্লব", "দালালি না রাজপথ, রাজপথ রাজপথ", "আস্থা নাই রে আস্থা নাই"—এমন নানা স্লোগানে আন্দোলন চালিয়ে যান।
আন্দোলনকারীদের বিক্ষোভের ফলে আগারগাঁওগামী ও শিশুমেলা মোড় অভিমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এক আন্দোলনকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা শেখ হাসিনার পতনের আন্দোলনে আহত হয়েছি। টাকা-পয়সা চাই না, শুধু সুচিকিৎসা ও পুনর্বাসন চাই। শেখ হাসিনার পতনের পরও যে সরকার আমাদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারেনি, তাদের প্রতি আমাদের কোনো আস্থা নেই।"
আন্দোলনের নেতা কোরবান শেখ হিল্লোল জানান, "আজ বিদেশি ডাক্তাররা আমাদের পরীক্ষা করেছেন এবং জানিয়েছেন, যাদের বিদেশে পাঠানো হয়েছে, তাদের ও আমাদের শারীরিক অবস্থা একই। আমরা বিষয়টি ছাত্র প্রতিনিধিদের জানিয়েছি, কিন্তু তারা গুরুত্ব দেয়নি। তাই বাধ্য হয়ে আমরা আবার পথে নেমেছি। আমাদের ভালো চিকিৎসার প্রয়োজন, অথচ কেউ আমাদের কথা শুনছে না।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫