|
প্রিন্টের সময়কালঃ ১০ এপ্রিল ২০২৫ ০২:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ জুন ২০২৪ ০৪:১৬ অপরাহ্ণ

বৃষ্টি হলেও গরম খুব বেশি কমেনি


বৃষ্টি হলেও গরম খুব বেশি কমেনি


রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আজ শনিবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি হলেও গরম খুব বেশি কমেনি। বৃষ্টির সঙ্গে ভ্যাপসা এই গরমের কারণ জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

 

আজ সকালে আবহাওয়াবিদ বলেন, ‘বর্ষাকালে যে বৃষ্টি হয়, আমরা সেটাকে বলি উষ্ণ বৃষ্টি বা ওয়ার্ম রেইন। এই বৃষ্টির মেঘমালা অপেক্ষাকৃত গরম থাকে এবং ভূপৃষ্ঠে নেমে আসতে আসতে আরও গরম হয়ে ওঠে। যে কারণে তাপমাত্রা খুব একটা কমে না।’


মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আজকেসহ আরও দুই দিন এমন বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির এই তিন দিনে দেশের তাপমাত্রা ৩০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম। তিনি বলেন, গড় তাপমাত্রা ৩০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকার কারণে তা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হবে।


আবহাওয়া অফিস বলছে, গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত সারা দেশে সবচেয়ে বেশি ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ফেনীতে। সেখানে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে শেষ তিন ঘণ্টায়। দ্বিতীয় স্থানে রয়েছে তেঁতুলিয়া। সেখানে বৃষ্টি হয়েছে ৫১ মিলিমিটার। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথা বলেছে আবহাওয়া অফিস।

 

গত ৩০ মে মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশ করে। এরপর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। তবে চলতি মাসের প্রথম সপ্তাহের পরই দেশের বিভিন্ন স্থানে শুরু হয় তাপপ্রবাহ। বিশেষ করে রাজশাহী ও বরিশাল বিভাগে টানা তাপপ্রবাহ চলে। এর মধ্যে অনেক স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে। তবে দেশজুড়ে টানা বৃষ্টি হয়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫