মাঝপথেই কনসার্ট বন্ধ করতে হলো সৌদি আরবে জনপ্রিয় গায়িকা ইগি অজালেয়াকে

নির্ধারিত সময়ের আগেই কনসার্ট বন্ধ করতে বাধ্য হলেন অস্ট্রেলিয়ান র্যাপার ইগি অজালেয়া। গত শুক্রবার সৌদি আরবে এ ঘটনা ঘটেছে। গায়িকার দাবি, প্যান্ট ছিঁড়ে যাওয়ায় কর্তৃপক্ষ মাঝপথে তাঁর কনসার্ট বন্ধ করে দেয়। ৩৩ বছর বয়সী গায়িকা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা শেয়ার করেছেন।
ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে ইগি অজালেয়া লিখেছেন, ‘প্রিয় ভক্তরা, আমি কনসার্ট শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার অনুমতি পাইনি; তাই আগেই শেষ করতে হয়েছে। এ জন্য আমি খুবই দুঃখিত। আসলে মাঝপথে দুর্ভাগ্যজনকভাবে আমার প্যান্ট ছিঁড়ে যায়, এরপর কর্তৃপক্ষ এসে আমার কনসার্ট বন্ধ করে দেয়।’
ওই দিনের কনসার্টের ভিডিওতে দেখা যায়, পারফর্ম করার সময় হঠাৎই গায়িকার প্যান্ট ছিঁড়ে যায়। বিব্রত ইগি অজালেয়া তখন মঞ্চে বসে পড়েন, তাঁর টিমের সদস্যরা দ্রুতই এসে পরিস্থিতি সামাল দেন। ইগি বলেন, ‘ঘটনাটি সৌদি আরবেই ঘটল, এমন কিছু হওয়ার জন্য যা সবচেয়ে অনুপযুক্ত জায়গা।’
তবে যতক্ষণ শো করতে পেরেছেন, তাতে স্থানীয় শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি ইগি, ‘অসাধারণ সব স্মৃতি নিয়ে ফিরব। এখানে গাইতে আসা ছিল দারুণ মুহূর্ত। সবাই খুবই সহযোগিতা করেছে।’ ইগির কনসার্ট বন্ধ করে দেওয়া নিয়ে সৌদি আরবের আয়োজক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫