চট্টগ্রামে শিশু অধিকার সপ্তাহ পালন শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’....!

বিশেষ প্রতিবেদন:-
চট্টগ্রাম জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান বলেছেন, নতুন প্রজন্মের শিশুরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। তাদেরকে নিয়ে আমরা আগামীতে বাসযোগ্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।
এ জন্য প্রত্যেক শিশুর প্রতি আমাদের আন্তরিক হতে হবে। পড়ালেখার পাশাপাশি তাদেরকে নীতি-নৈতিকতা শেখাতে হবে, স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করে দিতে হবে।
১৪ অক্টোবর মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা শিশু একাডেমিতে আয়োজিত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় ও জেলা শিশু একাডেমি কর্তৃক আয়োজিত দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার উপলক্ষে সপ্তাহব্যাপী একাডেমিতে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫