|
প্রিন্টের সময়কালঃ ১৯ নভেম্বর ২০২৫ ০৩:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ নভেম্বর ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ

মধ্যরাতে সাংবাদিক মিজানুরকে ডিবিতে নেওয়া, সকালে বাসায় ফিরলেন


মধ্যরাতে সাংবাদিক মিজানুরকে ডিবিতে নেওয়া, সকালে বাসায় ফিরলেন


দৈনিক ভোরের কাগজ–এর সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে মঙ্গলবার গভীর রাতে রাজধানীর বাসা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। প্রায় ১০ ঘণ্টা পর বুধবার সকাল ১০টার পর তাঁকে নতুন বাড্ডায় নিজ বাসায় ফিরিয়ে দেওয়া হয়।
 

ডিএমপি’র মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যম সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল, সে বিষয়ে তিনি কোনো তথ্য জানাতে পারেননি।
 

বাসায় ফেরার বিষয়টি মিজানুর রহমান সোহেল নিজেও নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ডিবির কর্মকর্তারা আমাকে বাসায় পৌঁছে দিয়েছেন। আমি সুস্থ আছি।”
 

বর্তমানে তিনি ভোরের কাগজ অনলাইনের প্রধান (হেড) এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
 

সোহেল জানান, ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রার (এনইআইআর) কার্যকর হওয়াকে সামনে রেখে আগামী ১৬ ডিসেম্বর ‘মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের উদ্বেগ ও করণীয়’ শীর্ষক একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। এ আয়োজনের সঙ্গে তিনিও যুক্ত আছেন। ডিবি কর্মকর্তারা ওই সংবাদ সম্মেলন সম্পর্কিত বিষয় নিয়েই তার সঙ্গে কথা বলেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫