চট্টগ্রামের পতেঙ্গায় বাসচাপায় এক বৃদ্ধ পথচারীর মৃত্যু

ঢাকা প্রেস
পতেঙ্গা (চট্টগ্রাম) প্রতিনিধি:-
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কাটগড় মোড়ে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি বাস ওই ব্যক্তিকে চাপা দিয়ে দেয়। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে বাসটি আটকে দেয়। তবে দুর্ভাগ্যবশত, বাস চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
পতেঙ্গা থানার ওসি মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ বাস চালককে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫