|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ১১:২০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ ডিসেম্বর ২০২৪ ০৫:২২ অপরাহ্ণ

রাণীনগরে বায়তুল হিকমাহ একাডেমীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান


রাণীনগরে বায়তুল হিকমাহ একাডেমীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান


ঢাকা প্রেস,নিজস্ব প্রতিনিধি: 

 

“পড় তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল-কোরআন” প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে পথচলা শুরু করেছে সম্পন্ন ইসলামী শরীয়াহ ভিত্তিক ব্যতিক্রমী একটি শিক্ষা প্রতিষ্ঠান রাণীনগর বায়তুল হিকমাহ একাডেমী। প্লে শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ইসলামী শিক্ষার পাশাপাশি অন্যান্য বিষয়ে পাঠদান করে আসছে প্রতিষ্ঠানটি। সোমবার দুপুরে একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
 

উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একাডেমি প্রাঙ্গনে একাডেমীর সভাপতি ডা: আনজীর হোসেনের সভাপতিত্বে ও পরিচালক মোস্তফা ইবনে আব্বাসের পরিচালনায় এবং সহকারি পরিচালক শামিনুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলার প্রশাসনিক কর্মকর্তা রায়হান ইসলাম, অধ্যক্ষ হারুনুর রশিদ (হারুন), উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোনোয়ার হোসেন তোতা প্রমুখ।
 

এসময় একজন মুসলমান হিসেবে সাধারণ শিক্ষার পাশাপাশি শিশুদের অন্তত মক্তব পর্যন্ত ইসলামী শিক্ষা প্রদান করার প্রতি আহ্বান জানান অতিথিরা। ইসলামী আদর্শে একজন শিক্ষার্থীকে গড়ে তুলতে হলে ইসলামী শরীয়াহ ভিত্তিক প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের কোন বিকল্প নেই। আর পাঠদানের নামে নিজেদের পকেট ভরাতে গিয়ে যেন প্রতিষ্ঠানটি তার আদর্শ থেকে বিচ্যুত না হয় সেই বিষয়টিকে সবার উপরে রেখে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে একাডেমীর সকলের প্রতি আহ্বান জানান অতিথিরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫