|
প্রিন্টের সময়কালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০২:৩৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ নভেম্বর ২০২৪ ০৯:৫১ পূর্বাহ্ণ

মিরপুরে সেনা-পুলিশের গাড়িতে আগুন: ৫ গ্রেপ্তার, জামিন নাকচ


মিরপুরে সেনা-পুলিশের গাড়িতে আগুন: ৫ গ্রেপ্তার, জামিন নাকচ


ঢাকা প্রেস নিউজ
 

রাজধানীর মিরপুরে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানো হয়েছে।

গত শনিবার (২ নভেম্বর) সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে ভাষানটেক ও কাফরুল এলাকা থেকে এই পাঁচ দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলমগীর, রেশমা খাতুন, মাহফুজ মিয়া, আমিনুল ইসলাম ও কাজী রাসেল।

রোববার (৩ নভেম্বর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রাজধানীর কচুক্ষেত এলাকায় সড়কে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে দুষ্কৃতকারীরা। এই ঘটনায় ভাষানটেক ও কাফরুল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের এই ঘটনায় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫