কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

হস্পতিবার (৩০ মার্চ) সকাল থেকেই ট্রেনের টিকিট নিয়ে স্টেশনে ভিড় জমান শুরু করেছেন যাত্রীরা।অনলাইনে টিকিট না পাওয়ায় অনেকে স্টেশনে এসে কাউন্টার থেকে টিকিট কেনার চেষ্টা করছেন।টিকিট না পাওয়ায় অনেক যাত্রী হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. জালাল উদ্দিন বলেন, আজ ঈদের ছুটির দিন উপলক্ষে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার জন্য মোট ৩৩ টি ট্রেনের ৮৪ টি ট্রিপ রয়েছে।তিনি বলেন, ট্রেনগুলোতে মোট ৩৮ হাজার ৮৬৪ জন যাত্রী ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাবেন।স্টেশনে যাত্রীদের নিরাপত্তায় রেলওয়ে পুলিশ ও সরকারি পুলিশের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, ঈদের ছুটি উপলক্ষে সড়কপথেও ঘরমুখো মানুষের ভিড় দেখা যাচ্ছে।ঢাকার বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে আজ ঈদের ছুটি উপলক্ষে বিভিন্ন গন্তব্যে যাত্রীদের নিয়ে বাস ছেড়ে যাচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫