রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের টানা সড়ক অবরোধ, জনভোগান্তি চরমে

প্রকাশকালঃ ২৪ নভেম্বর ২০২৪ ১২:২০ অপরাহ্ণ ০ বার পঠিত
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের টানা সড়ক অবরোধ, জনভোগান্তি চরমে

ঢাকা প্রেস নিউজ
 

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশনার প্রতিবাদে রিকশাচালকরা টানা কয়েকদিন ধরে সড়ক অবরোধ করছেন। আজ (২৪ নভেম্বর) মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকায় তারা সড়ক অবরোধ করলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তিতে পড়েন।

 

রোববার সকাল সাড়ে ১০টা থেকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ চার রাস্তার মোড় ও ঢাকা উদ্যান এলাকায় রিকশাচালকরা সড়ক অবরোধ শুরু করেন। এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

অন্যদিকে, যাত্রাবাড়ী মোড়ে সকাল থেকেই ব্যাটারিচালিত রিকশাচালকরা কাজলা থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেন। এ কারণে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ডিএমপির ওয়ারী ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আখতারুজ্জামান জানান, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং ভোগান্তি কমাতে পুলিশের সদস্যরা চালকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

 

গত কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা আন্দোলনে নেমেছেন।

  • বুধবার (২০ নভেম্বর): যাত্রাবাড়ী, মিরপুর, কল্যাণপুরসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ।
  • বৃহস্পতিবার (২১ নভেম্বর): মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী ও ডেমরা এলাকায় সড়ক অবরোধ এবং রেলপথে অবস্থান।
  • শুক্রবার (২২ নভেম্বর): জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ। এতে পদ্মা সেতুর সঙ্গে ঢাকার রেল চলাচল বন্ধ হয়ে যায়।

 

গত ১৯ নভেম্বর হাইকোর্টের একটি আদেশে ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।
 

এই নির্দেশনার বিরোধিতা করে রিকশাচালকরা জানাচ্ছেন, তারা এই আদেশ মানেন না এবং এটি প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, অটোরিকশা চালানোর অনুমতি না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

 

সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী প্যাডেলচালিত রিকশার জন্য লাইসেন্স দেওয়া হলেও ব্যাটারিচালিত রিকশার জন্য কোনো লাইসেন্সের বিধান নেই। ২০১৩ ও ২০১৪ সালে এ ধরনের রিকশার লাইসেন্স পেতে করা দুটি রিট হাইকোর্ট খারিজ করে দেয়।
 

চালকদের দাবির মুখে শহরের যানজট ও জনদুর্ভোগ আরও বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত কার্যকর সমাধান প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।