|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২১ অপরাহ্ণ

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুনকে গুলি করে হত্যা


ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুনকে গুলি করে হত্যা


জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি:-

 

নারায়ণগঞ্জ ফতুল্লায় বাসা থেকে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইনকে(৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 

৭ ফেব্রুয়ারি শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে ফতুল্লা মডেল থানার পূর্ব লালপুর (পাকিস্তান খাদ) এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের  সামনে তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
 

নিহত মামুন হোসাইন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবয়াক। তিনি ফতুল্লা পূর্ব লালপুর (পাকিস্তান খাদ) এলাকার মৃত সমন আলীর পুত্র।
 

নিহতের পরিবারের দাবি, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাজীর দুই পুত্র আক্তার ও সুমন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। বেশ কয়েক মাস ধরেই আক্তার ও সুমন নিহত মামুনকে হুমকি দিয়ে আসছিলো।  
 

নিহত মামুনের বড় ভাই আমজাদ জানান, মামুন বাসায় ঘুমিয়ে ছিলো। তাকে কে বা কারা বাসা থেকে ডেকে করে রেললাইন সংলগ্ন মামুনের মালিকানাধীন মা-বাবার দোয়া নামের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিয়ে যায়। সেখানেই মামুন গুলি করে হত্যা করে পালিয়ে যায় ঘাতকচক্র। গুলির শব্দ শুনে সে বাসা থেকে বের হয়ে দেখতে পাই, ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই পড়ে আছে মামুনের নিথর দেহ। পরে পরিবারের সদস্যদের সহোযোগিতায় খানপুর হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
 

তার দাবি, আলাউদ্দিন হাজীর দুই পুত্র আক্তার ও সুমন বাহিনীই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। বেশ কয়েক মাস ধরেই মামুনকে হত্যার হুমকি দিয়ে আসছিলো এই চক্রটি।
 

তিনি জানান, আজাদ নামের এক ছেলে নিহত মামুনের অফিসের ভিতর ঘুমায়। আজাদ তাকে জানিয়েছে যে, গুলির শব্দ শুনতে পেয়ে তাকিয়ে দেখে যে দুটি ছেলে দৌড়ে কোতালেরবাগ এলাকার দিকে চলে যাচ্ছে। নিহত মামুন ইট, বালু ব্যবসায়ী।
 

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও তিনি জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫