|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ জুলাই ২০২৪ ০৪:৫০ অপরাহ্ণ

চলমান আন্দোলনে ব্যাপক সংঘর্ষ-সহিংসতা ও হতাহতের ঘটনায় মানুষের জন্য ফাউন্ডেশন -এর উদ্বেগ


চলমান আন্দোলনে ব্যাপক সংঘর্ষ-সহিংসতা ও হতাহতের ঘটনায়  মানুষের জন্য ফাউন্ডেশন  -এর উদ্বেগ


বাংলাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক সংঘর্ষ-সহিংসতা ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে সংগঠনটি তাদের উদ্বেগের কথা জানায়।

গত ২৯ জুলাই একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এ পর্যন্ত যে ২১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের মধ্যে ১৫০ জনের বিস্তারিত তথ্য বের হয়েছে। এর মধ্যে ১১৩ জন শিশু, কিশোর ও তরুণ, যাদের মধ্যে ১৯ জনের বয়স ৪ থেকে ১৭ বছরের মধ্যে।

সহিংসতা থেকে সকলকে রক্ষা করার আহ্বান জানিয়ে এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘আন্দোলনের সময় এ ধরনের হত্যাকাণ্ড বিশেষ করে শিশু হত্যা একেবারেই অনাকাঙ্ক্ষিত ও বর্বরোচিত ঘটনা। এত শিশু নিহতের ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা চাই সব শিশুর জন্য নিরাপদ পরিবেশ। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাই যেন ঘরে-বাইরে কোথাও কোনো শিশুর নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং ভয়-ভীতিমুক্ত পরিবেশে শিশুরা বাঁচতে পারে। আমরা সকল প্রকারের রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের বিরত রাখার আহ্বান জানাচ্ছি।’

তিনি সংঘটিত প্রতিটি ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত করতে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫