এদেশে ফ্যাসিবাদ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না: জামায়াত আমির
ঢাকা প্রেস,বিশেষ প্রতিনিধি (বরিশাল):-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা ক্ষমতার রাক্ষসে পরিণত হয়েছে। গণহত্যাকারী দলের প্রত্যেকের বিচার হবে। এ দেশে আর কোনো ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না।"
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বরিশালের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহে জেলা ও মহানগর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "গণহত্যার বিচারই আগে হওয়া উচিত। এরপর জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা।"
যুদ্ধ এখনো শেষ হয়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, "যুদ্ধ আসলে এখন শুরু হয়েছে। কর্মীরা প্রস্তুত থাকুন। আজ বাংলাদেশের মানুষ আর কোনো বৈষম্য মেনে নিতে চায় না।"
বরিশাল বিভাগের উন্নয়ন নিয়ে তিনি বলেন, "বিচ্ছিন্ন এলাকাগুলোকে যোগাযোগের আওতায় আনতে হবে। বরিশাল বিভাগকে উন্নত হিসেবে দেখতে চাই। আমরা ন্যায়বিচার ও অগ্রাধিকারের ভিত্তিতে সব উন্নয়ন কাজ করতে চাই।"
মহানগর জামায়াতের আমির জহির উদ্দীন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে আয়োজিত এ কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, আব্দুল হালিম, মুয়াজ্জিন হোসাইন হেলাল, জেলা আমির আব্দুল জব্বার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাবা প্রমুখ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫