|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৬:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ মার্চ ২০২৩ ১২:০৮ অপরাহ্ণ

ব্যাংক এশিয়া দিবে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ


ব্যাংক এশিয়া দিবে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ


পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

এ ছাড়া বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ৩০ এপ্রিল। সে জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল।

১৮ মার্চ অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংকটির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যানুসারে, দেখা গেছে, ২০২২ সালে ব্যাংক এশিয়ার একক ও সমন্বিত আয় বেড়েছে। ব্যাংক এশিয়ার সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। ২০২১ সালে যা ছিল ২ টাকা ৩৪ পয়সা, ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৬২ পয়সা।

একই সময়ে ব্যাংকটির নিট সম্পদমূল্যও বেড়েছে। ২০২২ সালে তাদের সমন্বিত নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৮৪৬ দশমিক ৩০ কোটি টাকা; ২০২১ সালে যা ছিল ২ হাজার ৭২০ দশমিক ৩০ কোটি টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা ৪১ পয়সা; ২০২১ সালে যা ছিল ২৩ টাকা ৩৩ পয়সা।

তবে ২০২২ সালে ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো কমেছে। ২০২১ সালে সমন্বিতভাবে যা ছিল ১৫ টাকা ২৩ পয়সা, ২০২২ সালে তা কমে হয়েছে ১৩ টাকা ৮২ পয়সা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫