|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০৪:৩৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ মার্চ ২০২৫ ০১:৩৫ অপরাহ্ণ

কুমিল্লায় ধর্ষণের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানববন্ধন করেছে সম্মিলিত নারী ফোরাম।


কুমিল্লায় ধর্ষণের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানববন্ধন করেছে সম্মিলিত নারী ফোরাম।


আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-


 

দেশব্যাপী নারকীয় ধর্ষণসহনারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছে সম্মিলিত নারী ফোরাম।

 


 

বুধবার (১২ মার্চ)  দুপুরে সম্মিলিত নারী ফোরামের উদ্যোগে নারী সংগঠনের ব্যানারে প্রেসক্লাবের ক্লাবের সামনে এ মানববন্ধন প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালিত হয়।
 

প্রতিবাদ হোক সহিংসতার- নিশ্চিত হোক নারীর মানবাধিকার এই স্লোগানে  সারাদেশে নারকীয় ধর্ষণ, কন্যা শিশুর প্রতি সকল প্রকার বৈষম্য, নির্যাতনের প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন-এইড কুমিল্লা'র নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী, প্রত্যায় উন্নয়ন সংস্থার নিবার্হী পরিচালক মাহমুদা আক্তার, পেইজ ডেভলপমেনন্ট সেন্টারের নির্বাহী পরিচালক মো.ইউনুস, হলদিয়া উন্নয়ন সংস্থার নির্বাহী  মাহমুদা আক্তার,দিয়াৱ নির্বাহী পরিচালক আবুল কাশেম,এড.শামীমা আক্তার জাহান,সৃষ্টির নির্বাহী পরিচালক সালমা আক্তার, ডাউপের নির্বাহী পরিচালক নাসরিন আক্তার,সেইভ দি চিল্ডনের ইনচার্জ (সেন্টার)পারভীন আক্তার, জিসার নির্বাহী পরিচালক মো.আলমগীর হোসেন,প্রত্যয় উন্নয়ন সংস্থার আফরোজা রহমানসহ আরো অনেকে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫