অনুশীলন শেষ করে ১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাবেন মুশফিক

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ১০ সেপ্টেম্বর শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছিলেন মুশফিকুর রহিম। আগামী ১৫ সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এর আগে অনুশীলনটা ঢাকাতে শেষ করে ১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিমান ধরবেন তিনি।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, ‘মুশফিক শ্রীলঙ্কা পৌছে ভারতের বিপক্ষে ম্যাচে খেলবেন।’
জালাল ইউনুস বলেন, ‘মুশফিক ১৪ তারিখ সকাল বেলা ওইখানে (ঢাকা) অনুশীলন করবে, অনুশীলন করে ওইখান থেকে এখানে চলে আসবে ম্যাচ খেলার জন্য।’
সাকিব আল হাসানের ফেরা নিয়ে জালাল বলেন, ‘অধিনায়ক আসতেছে, দুই-তিনদিনের জন্য গেছে। এটুকু সময়ের মধ্যে অধিনায়কের অনুপস্থিতি খুব একটা প্রভাব ফেলছে না। আমার মনে হয় অধিনায়ক এসেই আমাদের সঙ্গে আবার আলাপ আলোচনা করবে। আশা করছি যে সে কালকে (১৩ সেপ্টেম্বর) চলে আসবে।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫