নিরপেক্ষ নয় মাঠ প্রশাসন, এ অবস্থায় নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তিনি বলেন, "বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে, অথচ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষ নিয়ে কাজ করছে। এ ধরনের প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।"
আজ বুধবার বিকেলে ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বৈঠকে কী আলোচনা হয়েছে— এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম জানান, “আমরা কূটনীতিকদের কাছে আমাদের সংস্কার প্রস্তাবনাগুলোর বিষয়ে জানিয়েছি। আমাদের তিনটি প্রধান দাবি—সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচন। আমরা স্পষ্ট করে বলেছি, আমাদের লক্ষ্য ন্যূনতম নয়, বরং রাষ্ট্রের মৌলিক সংস্কার। এসব পরিবর্তন ছাড়া যে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হবে না এবং সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশ নেবে কি না, তা পরিস্থিতির উপর নির্ভর করবে।”
তিনি আরও বলেন, “মাঠপর্যায়ে যেসব জায়গায় চাঁদাবাজি চলছে, সেখানেও প্রশাসনের নিরবতা দেখা যাচ্ছে। আমরা কূটনীতিকদের বলেছি, সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হলে নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র ও পুলিশ নিশ্চিত করতে হবে। একটি লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫