|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৮:২২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩৩ অপরাহ্ণ

ডিবি পরিচয়ে যুবলীগ নেতার নেতৃত্বে ডাকাতি, গ্রেপ্তার ১২


ডিবি পরিচয়ে যুবলীগ নেতার নেতৃত্বে ডাকাতি, গ্রেপ্তার ১২


ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে ডিবি পুলিশের পরিচয়ে সংঘটিত ডাকাতির ঘটনায় যুবলীগ নেতাসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মতিঝিল থানা যুবলীগের ৯ নম্বর ওয়ার্ডের নেতা বেলাল চাকলাদার। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানায় দুটি হত্যা মামলা রয়েছে।
 

ধারাবাহিক অভিযানের মাধ্যমে ধানমন্ডি থানা পুলিশ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে।
 

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মঞ্জু (৪০), সাইফুল ইসলাম (৪০), মো. রাসেল (২৮), মো. জাহিদ (২৪), জাকির ওরফে তৌহিদ (৪০), ইসমাইল হোসেন (৩৩), হিরা শেখ (৩৫), মো. রফিক (৩৫), মো. বাধন (৩০), চাঁন মিয়া (৫৪), বেলাল চাকলাদার (৪৫) ও আসলাম খাঁন (৪৫)।
 

সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। উপস্থিত ছিলেন ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান ও মিডিয়া শাখার সহকারী কমিশনার জাহাঙ্গীর কবির।
 

উপকমিশনার মাসুদ আলম জানান, এই চক্রটি গত ৩ জানুয়ারি ধানমন্ডিতে ও ২২ জানুয়ারি মোহাম্মদপুরে ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি করে। তারা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরে একই কৌশলে ডাকাতি চালিয়ে আসছিল। ডাকাতির আগে নির্দিষ্ট স্থানে একত্রিত হয়ে পরিকল্পনা করে এবং ডাকাতির সময় সাধারণত বাটন মোবাইল ব্যবহার করে। অপারেশন শেষে তারা মোবাইল ও সিম কার্ড ফেলে দিয়ে নিজ নিজ এলাকায় ফিরে যায়।
 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। বিশেষ করে, জাকির ওরফে তৌহিদের বিরুদ্ধে ১০টি, জাহিদের বিরুদ্ধে ৮টি, হিরা শেখ ও রফিকের বিরুদ্ধে ৬টি করে, মঞ্জুর বিরুদ্ধে ৫টি, চাঁন মিয়ার বিরুদ্ধে ৪টি এবং বেলাল চাকলাদারের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫