|
প্রিন্টের সময়কালঃ ১৫ এপ্রিল ২০২৫ ০৪:০৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ ডিসেম্বর ২০২৪ ০৭:৫৩ অপরাহ্ণ

শেখ হাসিনার অর্থ পাচারের তথ্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত: শফিকুল আলম


শেখ হাসিনার অর্থ পাচারের তথ্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত: শফিকুল আলম


ঢাকা প্রেস নিউজ
 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অর্থ পাচারের ঘটনাগুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম।
 

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


শফিকুল আলম বলেন, “বাংলাদেশের আর্থিক খাতে লুটপাটের যে ভয়াবহ চিত্র, তা অনেকেই বৈধ করার চেষ্টা করেছেন। প্রধান উপদেষ্টা একে আতঙ্কজনক বলে অভিহিত করেছেন। এসব ঘটনা নতুন প্রজন্মের শিক্ষার জন্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হওয়া উচিত, যাতে তারা এই লুটপাটের ইতিহাস সম্পর্কে জানতে পারে।”


তিনি আরও জানান, আর্থিক খাতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি তিন মাসের অনুসন্ধান শেষে আজ সকালে তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। শিগগিরই এই প্রতিবেদন জনসাধারণের জন্য প্রকাশ করা হবে।


গত ১৫ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৭ লাখ কোটি টাকার বেশি ব্যয়ের ৪০ শতাংশ আমলারা লুটপাট করেছেন বলে দাবি করেন শফিকুল আলম। তিনি বলেন, “এই সরকার লুটপাট হওয়া অর্থ উদ্ধার এবং তা দেশে ফিরিয়ে আনাকে প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছে।”
 

তিনি আরও উদাহরণ দিয়ে বলেন, “কর্ণফুলী টানেল তৈরি করা হলেও এর প্রকৃত মূল্য কী? আমরা এর ব্যয়ও তুলতে পারছি না। চুরি হওয়া অর্থ কোথায় গেছে, তা বের করাই সরকারের অগ্রাধিকার।”


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫