|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৪:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ জানুয়ারি ২০২৫ ০৩:৪৪ অপরাহ্ণ

ব্যারিকেড ভেঙে শাহবাগে বিক্ষোভ


ব্যারিকেড ভেঙে শাহবাগে বিক্ষোভ


ঢাকা প্রেস নিউজ
 

পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন সাবেক বিডিআর সদস্য ও পিলখানা হত্যাকাণ্ডে নিহত বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে এসে তারা এই অবস্থান গ্রহণ করেন।
 

এর আগে, কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা অভিযোগ করেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় প্রহসন চলছে। তারা মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানান। তাদের অভিযোগ, কেরানীগঞ্জে আদালত বসার কথা থাকলেও, তা না হওয়ায় তারা বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন।
 

বিক্ষোভকারীরা পিলখানা হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে অভিহিত করেন এবং দাবি করেন, দেশবিরোধী ষড়যন্ত্রের শিকার হয়েছেন বিডিআর সদস্যরা। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
 

তাদের প্রধান তিনটি দাবি হলো: ১. পিলখানা হত্যাকাণ্ডে কারাবন্দী সদস্যদের মুক্তি, ২. মিথ্যা মামলা প্রত্যাহার, ৩. চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল।
 

তারা আরও অভিযোগ করেন, বিডিআর সদস্যদের পরিকল্পিতভাবে বিগত সরকারের নীল নকশার অংশ হিসেবে ফাঁসানো হয়েছে এবং পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবি জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫