|
প্রিন্টের সময়কালঃ ১১ মে ২০২৫ ১১:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৫ ০৭:২২ অপরাহ্ণ

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯৫-এ পৌঁছেছে


তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯৫-এ পৌঁছেছে


ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-

 

চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ এক ভূমিকম্পে অন্তত ৯৫ জন প্রাণ হারিয়েছেন এবং ১৩০ জন আহত হয়েছেন।
 

আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (৭ জানুয়ারি) ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে। এর ফলে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন, এবং অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আটকে পড়া মানুষদের উদ্ধার করতে প্রায় দেড় হাজার কর্মী মোতায়েন করা হয়েছে, এবং ড্রোনেরও সহায়তা নেওয়া হচ্ছে।
 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহত ও ক্ষতিগ্রস্তদের সংখ্যা কমানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন, এবং উদ্ধার কার্যক্রমে দ্রুততার নির্দেশ দিয়েছেন।
 

শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাব শুধু তিব্বতেই নয়, বরং বাংলাদেশ, নেপাল, ভারত ও ভুটানেও অনুভূত হয়েছে।
 

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তা ফারজানা সুলতানা গণমাধ্যমকে জানিয়েছেন, সকাল ৭টা ৫ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার দূরে চীনের একটি এলাকায়।
 

উল্লেখ্য, গত পাঁচ বছরে তিব্বতের শিগাতসে অঞ্চলের ২০০ কিলোমিটারের মধ্যে তিন বা তার বেশি মাত্রার ২৯টি ভূমিকম্প হয়েছে। ২০০৮ সালে চীনের সিচুয়ান প্রদেশে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৭০ হাজার মানুষ মারা গিয়েছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫