রাজারহাটে সার বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের চওড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এক সার বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালাহ উদ্দিন মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সাইফুন্নাহার সাথী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী এবং রাজারহাট থানা পুলিশের সদস্যরা।
অভিযানে শাওন ট্রেডার্সের মালিক মোঃ ইউসুফ আলীকে কৃষকদের কাছে সার বিক্রি না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের উদ্দেশ্যে জানানো হয়—সারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা দেওয়া থেকে বিরত থাকতে এবং কোনো ডিলার অনিয়ম করলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন বা কৃষি অফিসে অভিযোগ করার আহ্বান জানানো হয়।
স্থানীয় কৃষকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এখন তারা ন্যায্যমূল্যে সার কিনতে পারবেন, ফলে উৎপাদন ব্যয় কিছুটা হলেও কমবে। পাশাপাশি তারা প্রশাসনের প্রতি নিয়মিত এ ধরনের অভিযান চালানোর দাবি জানান।
রাজারহাট উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকের স্বার্থ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫