|
প্রিন্টের সময়কালঃ ২৫ আগu ২০২৫ ০৭:৪৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ আগu ২০২৫ ০৪:৩৭ অপরাহ্ণ

ডিএমপির মোহাম্মদপুর ও শাহআলী থানার ওসি বদলি!


ডিএমপির মোহাম্মদপুর ও শাহআলী থানার ওসি বদলি!


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

 

ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে জারি করা আদেশে জানানো হয়, মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার হাসানকে গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে।

 

এ ছাড়া শাহআলী থানার ওসি মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে, পরিবহন বিভাগের পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ গোলাম আজমকে শাহআলী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

রবিবার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল কার্যকর করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫