|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৮:৪২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৬ অপরাহ্ণ

সাতক্ষীরায় যতাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে 


সাতক্ষীরায় যতাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে 


ঢাকা প্রেস
আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি:-


সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

 


দিবসটি উপলক্ষে শনিবার সকালে সাতক্ষীরার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। পুষ্পস্তবক অর্পন শেষে সেখানে সকল শহিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 



অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণু পদ পালের সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
 

এতে আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম মুনীর, জামায়াত নেতা ও সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জেলা জামায়াত ইসলামীর আমীর সাবেক উপাধাক্ষ্য শহীদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা জজ কোটের অতিরিক্ত পিপি এড. আবু বক্কার সিদ্দিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক ইমরান হোসেন ও নাজমুল হাসান রনিসহ প্রমূখ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫