|
প্রিন্টের সময়কালঃ ২৫ এপ্রিল ২০২৫ ১২:৫৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ এপ্রিল ২০২৫ ০৫:১০ অপরাহ্ণ

নাটোরের সিংড়ায় দুর্বৃত্তদের হামলায় যুবকের দুই হাত বিচ্ছিন্ন


নাটোরের সিংড়ায় দুর্বৃত্তদের হামলায় যুবকের দুই হাত বিচ্ছিন্ন


নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের সিংড়া উপজেলায় ভয়াবহ এক ঘটনায় ইসরাফিল (২৫) নামের এক যুবকের দুই হাত কবজি থেকে কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার হাতিয়ানদহ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহত ইসরাফিল ওই এলাকার রাজমিস্ত্রি তাইজুল ইসলামের ছেলে।
 

পুলিশ ও স্থানীয়রা জানান, বহু বছর আগে ইসরাফিলের পরিবার চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে হাতিয়ানদহ এলাকায় বসবাস শুরু করে। সকালে রাস্তার পাশে ইসরাফিলের আর্তচিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে দেখতে পান—সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর তার দুই হাত কবজি থেকে কাটা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 

নাটোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুব্রত জানান, “রোগীর দুই হাত ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে বলে ধারণা করছি। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, তাই তাকে দ্রুত রাজশাহী মেডিকেলে রেফার করা হয়েছে।”
 

ঘটনার বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
 

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “এটি কোনো রাজনৈতিক ঘটনার কারণে হয়নি বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। পরকীয়া সংক্রান্ত বিষয় জড়িত থাকতে পারে, সেই দিকটিও আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”
 

এই নৃশংস ঘটনার কারণে এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫