সাজেকে যাওয়ার পথে এক শিক্ষার্থীকে অপহরণ, পরে উদ্ধার

রাঙামাটির সাজেকে যাওয়ার পথে গতকাল বুধবার দুপুরে এক শিক্ষার্থীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। পরে সন্ধ্যার দিকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৩০ জনের একটি দল ট্যুর গ্রুপের মাধ্যমে গাড়িতে সাজেক যাচ্ছিল। সিজকছড়ি এলাকায় ১০ থেকে ১৫ জন অস্ত্রধারী গাড়ির গতিরোধ করে ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়।
এ ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী তাঁকে উদ্ধারে কাজ শুরু করে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানান, অন্য শিক্ষার্থীদের সাজেকের সেনাবাহিনীর ক্যাম্পে নিরাপদে রাখা হয়। এরপর অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে কাজ শুরু করে পুলিশ ও সেনাবাহিনী। সন্ধ্যা নাগাদ তাঁকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফেরদৌস আফরিনা ওসমান কালের কণ্ঠকে বলেন, ‘শিক্ষার্থীকে উদ্ধার করে তাঁর মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। সে সুস্থ আছে।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫