পার্বত্য চুক্তি বাস্তবায়নে এখনও কিছু সমস্যা রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে এখনো কিছু সমস্যা রয়ে গেছে, তবে সেগুলো সমাধানে সরকার সচেষ্ট রয়েছে। তিনি বলেন, “সমস্যা রয়েছে বলেই চুক্তিটি এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তবে আমরা ধাপে ধাপে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করছি।”
শনিবার (১৯ জুলাই) রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিশ্রামাগারে আয়োজিত পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর কমিটির প্রথম বৈঠক। কমিটির আহ্বায়ক হিসেবে উপদেষ্টা তৌহিদ হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন।
তৌহিদ হোসেন বলেন, “সমস্যা সমাধানের প্রথম ধাপ হলো সমস্যাকে স্বীকার করা। কিছু সহজ বিষয় আমরা ইতোমধ্যে সমাধানের পথে এগিয়ে গেছি। আর জটিল বিষয়গুলোর জন্য সম্ভাব্য সমাধান খুঁজছি।”
তিনি আরও জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। “নতুন করে সমস্যা চিহ্নিত করার প্রয়োজন নেই, আমরা জানি কোথায় সমস্যা রয়েছে,” বলেন তিনি।
বৈঠকে অংশ নেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা, আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, উপসচিব মঙ্গল চন্দ্র পাল এবং উপসচিব সামছুল হক।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন উপদেষ্টা তৌহিদ হোসেন ও সন্তু লারমা। সন্তু লারমা বলেন, “বৈঠকটি ছিল ফলপ্রসূ। আমার আলাদা করে কিছু বলার নেই, যা বলার উপদেষ্টা বলেছেন।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫