চরফ্যাশনে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

ঢাকা প্রেস
জহিরুল ইসলাম লিটন,বিশেষ প্রতিনিধি (ভোলা):-
ভোলার চরফ্যাশন উপজেলায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে আব্দুর রহমান নামে চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) ভোরে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চকবাজার গ্রামে নিজ বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান শিশুটির স্বজনরা।
এ তথ্য নিশ্চিত করেছেন চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান।
মৃত আব্দুর রহমান ওই এলাকার মো. আমির হোসেন মাঝি ও আঁচিয়া বেগম দম্পতির ছোট ছেলে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার বলেন, “শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”
জানা গেছে, ২১ নভেম্বর বিকেলে আব্দুর রহমান বসতঘরের সামনে উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে সে হঠাৎ সবার অগোচরে চলে যায়। এরপর শিশুটির স্বজন ও প্রতিবেশীরা মিলে তাকে খুঁজতে থাকেন, কিন্তু কোথাও তার সন্ধান মেলে না।
নিখোঁজের পরদিন, ২২ নভেম্বর বিকেলে শিশুটির বাবা আমির হোসেন মাঝি দুলারহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অবশেষে শনিবার সকালে তাদের বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫