|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৪৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ অক্টোবর ২০২৩ ০২:৫৯ অপরাহ্ণ

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় দুই মিলিয়ন মার্কিন ডলারের অনুদান সৌদি আরব


ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় দুই মিলিয়ন মার্কিন ডলারের অনুদান সৌদি আরব


ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ নিয়ে কাজ করা ইউএনআরডাব্লিউএ-কে দুই মিলিয়ন মার্কিন ডলারের চেক দিয়েছে সৌদি আরব। ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরুর পর আনুষ্ঠানিকভাবে এই প্রথম কোনো দেশ এই অনুদান দেয়। গত ১৫ অক্টোবর জর্দানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত নায়েফ বিন বান্দার আল-সুদাইরি ইউএনআরডাব্লিউএর কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনির কাছে এ অনুদান হস্তান্তর করেন। 

শরণার্থী সংস্থার নির্ধারিত বার্ষিক অনুদান হিসেবে এই অর্থ দেওয়া হয়। লাজারিনি বলেন, ‘সৌদি আরব সব সময় ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং এর মানবিক লক্ষ্য অর্জনে সংস্থাটির পাশে দাঁড়িয়েছে, বিশেষত বর্তমান পরিস্থিতিতে এ ধরনের সংহতি ও সমর্থন আগের চেয়ে বেশি প্রয়োজন।’ তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইউএনআরডাব্লিউএর প্রচেষ্টাকে এগিয়ে আসার আহ্বান জানান।


এদিকে ফিলিস্তিনের গাজায় ২০ মিলিয়ন মার্কিন ডলার মানবিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে আরব আমিরাত। ইউএনআরডাব্লিউএ-এর কমিশনার ফিলিপ লাজারিনির সঙ্গে আলাপকালে আমিরাতের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি লানা নুসিবাহ এ প্রতিশ্রুতির কথা জানান। এ সময় আমিরাতের রাষ্ট্রদূত গাজা উপত্যকার পরিস্থিতি দ্রুত অবনতিশীল ও উদ্বেগজনক বলে জানান। 

তিনি ইউএনআরডাব্লিউএর মাধ্যমে ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তার আহ্বান জানান। লাজারিনি বলেন, ‘এ বছর ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা ও ইউএনআরডাব্লিউএর সমর্থনে আমিরাত নেতৃত্ব দিচ্ছে। গাজা উপত্যকার চলমান উন্নয়ন বিধ্বংসী পরিস্থিতিতে এ ধরনের সহায়তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। গাজার বর্তমান পরিস্থিতি খুবই দুঃখজনক ও ভয়াবহ।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫