|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০২:০০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:০৬ অপরাহ্ণ

সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান ওয়াসিফুলসহ ২৩ জনের জামিন বহাল


সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান ওয়াসিফুলসহ ২৩ জনের জামিন বহাল


ঢাকা প্রেস নিউজ

 

টঙ্গীর ইজতেমা মাঠে তাবলীগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় হাইকোর্টের দেওয়া আগাম জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এতে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জন জামিনে থাকবেন।
 

রোববার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

 

গত ১৭ ডিসেম্বর গভীর রাতে টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে কিশোরগঞ্জের আমিনুল ইসলাম (৬৫), ফরিদপুরের বেলাল হোসেন (৬০) এবং বগুড়ার তাজুল ইসলাম নিহত হন। এছাড়া, উভয় পক্ষের অন্তত ৫০ জন মুসল্লি আহত হন।
 

এরপর ১৯ ডিসেম্বর, মাওলানা জোবায়েরের অনুসারী এস এম আলম হোসেন টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও কয়েকশ ব্যক্তিকে আসামি করা হয়।

 

৮ জানুয়ারি, মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনকে হাইকোর্ট জামিন দেন, যা পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত বহাল থাকে। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরুদ্ধে আপিল করলে, আপিল বিভাগ তা বহাল রাখার সিদ্ধান্ত দেন।
 

আসামিপক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫