|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ১১:২২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৪ ১২:৪০ অপরাহ্ণ

রেসিডেন্সিয়াল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ


রেসিডেন্সিয়াল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ


ঢাকা প্রেস নিউজ

 

লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাইয়ের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
 

রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার পর শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা ‘লটারি নয়, মেধা চাই’ স্লোগানে মুখরিত হয়ে উঠে।
 

শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে লটারি পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি চলছে, যা মেধাবীদের সুযোগ থেকে বঞ্চিত করছে। তারা বলেন, "লটারি পদ্ধতি অযৌক্তিক। মেধা মূল্যায়নের ভিত্তিতে তৃতীয় থেকে একাদশ শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির ব্যবস্থা করতে হবে।"
 

বিক্ষোভরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন যে, তাদের দাবি পূরণ না হলে তারা সড়ক থেকে সরবেন না।
 

অবরোধের ফলে আসাদ গেট থেকে গাবতলী পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট। যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েন। অনেকেই বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।
 

মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান জানান, শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তাদের দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫